বাড়ির ডিজাইন সার্ভিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের কাছ থেকে বাড়ির ডিজাইন সার্ভিসটি নেওয়ার আগে অবশ্যই আমাদের সার্ভিস সম্পর্কে সকল প্রকার তথ্য জেনে নিবেন।
১।বাড়ির নির্মাণে খরচ কেমন হয়?
২। আমাদের ডিজাইন সার্ভিস চার্জ কেমন?
৩। বাড়ির ডিজাইন সার্ভিস চার্জ পেমেন্ট ও ডিজাইন ডেলিভারির শর্ত গুলো?
৪। ডিজাইন যদি পছন্দ না হয়। সে ক্ষেত্র কি করবেন?
৫। কিভাবে বাড়ির ডিজাইন অর্ডার করতে হয়?
এই সকল প্রশ্ন গুলোর উওর এই পোস্ট এর মধ্য দেওয়া আছে। একটু ভাল করে পড়ে নিবেন।
বাড়ির ডিজাইন সার্ভিস চার্জ পেমেন্ট ও ড্রয়িং ডেলিভারি শর্ত গুলো।
১। প্রথমে বাড়ির ডিজাইনের জন্য রিকোয়ারমেন্ট গুলো লিখে দিতে হবে।
এর পর ৫০% এডভান্স পেমেন্ট করে ড্রয়িং অর্ডার নিশ্চিত করতে হবে।
২। ড্রয়িং ডেলিভারি জন্য একটা নির্দিষ্ট তারিক আপনাকে জানিয়ে দেওয়া হবে।
৩। ড্রয়িং ডেলিভারি দেওয়ার পর আপনাকে বাকি ৫০% পেমেন্ট করতে হবে।
বাকি ৫০% পেমেন্ট না করলে সে ক্ষেত্রে আপনি প্লান (Floor Plan) সংশোধনের সুযোগ পাবেন না।
৪। ড্রয়িং ডেলিভারির পর ১০০% পেমেন্ট পরিশোধ করলে, আপনি সর্বোচ্চ ৫ বার প্লান সংশোধনের সুযোগ পাবেন।
এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না। আর আপনি যে ভাবে চাইবেন সেই ভাবে আমরা প্লান করে দেব।৫। পাঁচ বার বাড়ির নকশা সংশোধনের পরও যদি আপনার পছন্দ মনের মত না হয়। সে ক্ষত্রে আবার সংশোধন করতে চাইলে, তার জন্য আপনাকে প্রতি বার সংশোধনের জন্য মাত্র ৫০০/- টাকা এডভান্স পেমেন্ট করতে হবে।
Leave feedback about this